কলকাতা ব্যুরো: দেশে আপাতত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হওয়ার সম্ভাবনা নেই। সেই পরিস্থিতি এখনই বলে কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তর থেকে আভাস দেওয়া হল। যদিও এব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান জানা যায়নি। গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, অগস্টের শেষে পরিস্থিতি খতিয়ে দেখে স্কুল, কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সেক্ষেত্রে ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তাঁর কথায় আভাস ছিল, শিক্ষক দিবসের পর সামাজিক দূরত্ববিধি মেনে রোজ সব শ্রেণির পড়ুয়াদের ক্লাস না নিয়ে বিকল্প পদ্ধতিতে পঠনপাঠন হতে পারে। কিন্তু কেন্দ্র এব্যাপারে সিদ্ধান্ত না নিলে রাজ্য সেই পথে হাঁটবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

Share.
Leave A Reply

Exit mobile version