কলকাতা ব্যুরো: গঙ্গার ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে নদীয়ার কল্যাণী এবং চাকদা বিভিন্ন এলাকায়। ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি, জমি, গাছ। একেকটি পাড়া বা তল্লাট চলে যাচ্ছে নদীগর্ভে। গত কয়েকদিনে কয়েক হাজার বিঘে জমি গিয়েছে তলিয়ে।

ফলে ওই এলাকায় বেশকিছু ঘরবাড়ি, ধান জমি এবং গাছের আর কোনো চিহ্ন নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙ্গন কবলিত এলাকায় বোল্ডার দিয়ে পাড় বাঁধানো সব জায়গায় ঠিক মতো হয়নি। বোল্ডার না বেঁধে অনেক জায়গায় ফেলে রাখা হয়েছে। ঠিকাদারের লোকেরা এমন কাজ করেছে যে জলের তোড়ে সবকিছু ভেসে গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version