কলকাতা ব্যুরো: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ থেকে ঘণ্টায় ঘণ্টায় মেডিক্যাল বুলেটিনে তাঁর শারীরিক পরিস্থিতির খবর জানাবে দিল্লির আর্মি আর আর হাসপাতাল।
প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় মঙ্গলবার সকালে এই খবর দিয়ে জানান, ভেন্টিলেশনে চিকিৎসাধীন তাঁর বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। এতে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় সোমবার তাঁর মাথায় অস্ত্রোপচার হয় ওই হাসপাতালে। অপারেশনের আগে রুটিন মাফিক পরীক্ষায় ধরা পড়ে প্রাক্তন রাষ্ট্রপতি করোনা পজিটিভ। অস্ত্রোপচারের পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে প্রণববাবুকে।

Share.
Leave A Reply

Exit mobile version