কলকাতা ব্যুরো: গঙ্গায় ডুবলো গাড়ি। মঙ্গলবার রাতে উত্তর বন্দর থানার চাপাতলা ঘাটের ঘটনা। রাত ১০ টা নাগাদ ঘাটের পাশেই দাঁড়িয়ে থাকা গাড়িটি ব্যাক গিয়ারে ঘুরানোর চেষ্টা করেন চালক সেই সময় ব্যালান্স হারিয়ে চালক সমেত গাড়ি গড়িয়ে পড়ে গঙ্গায়। কোনো মতে দরজা খুলে চালক ভেসে পাড়ে উঠলেও গাড়ি তলিয়ে যায়। তবে জলের চাপ না থাকায় গাড়ি ভেসে যাওয়ার সুযোগ পায়নি। রাতেই ক্রেন এনে সেই গাড়ি তোলা হয়।
Previous Articleঅক্সফোর্ড থেকে পুনে, হাজির ভ্যাকসিন
Next Article আজকের উক্তি
Related Posts
Add A Comment