কলকাতা ব্যুরো: দিলীপ ঘোষকে দিল্লিতে জরুরি তলব। তাঁকে ডেকে পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা।
বিজেপি সূত্রে খবর, আগামী সপ্তাহে সম্ভবত দিল্লি যাবেন দলের রাজ্য সভাপতি। তাঁর সাম্প্রতিক কিছু মন্তব্যে বিতর্ক তৈরি হওয়াই এই তলবের কারণ বলে বিজেপির একাংশের দাবি।। ওই মন্তব্যের কিছু সাংগঠনিক, কিছু রাজনৈতিক বিষয়ে।
যেমন তিনি বলেছেন, তিনি একাই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে পারেন। এতে চটেছেন দলের অনেক রাজ্য নেতাই। এমনিতেই পশ্চিমবঙ্গ নিয়ে দিল্লিতে কিছুদিন আগের বৈঠকে বাংলার অনেক বিজেপি নেতা ও সাংসদ দিলীপের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ নালিশ জানিয়ে এসেছেন। গোরুর কুঁজে সোনা আছে বলে তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যে প্রকাশ্যে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়, যিনি আবার বিজেপির রাজ্য-রাজনীতিতে ফের গুরুত্ব পেতে মরিয়া বলে জানা গিয়েছে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চান না, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দলীয় নেতাদের মধ্যে গন্ডগোল বাড়ুক। সেজন্যই দিলীপকে তড়িঘড়ি নাড্ডা ডেকে পাঠালেন কি না তা নিয়ে জোর আলোচনা বিজেপিতেই।
যদিও দিলীপের ঘনিষ্ঠ সূত্রের দাবি, এর আগে বেশি ব্যস্ত থাকায় দিলীপের সঙ্গে আলাদা ভাবে আলোচনার জন্য নাড্ডা সময় দিতে পারেননি। দলের রাজ্য সভাপতির সঙ্গে সর্বভারতীয় সভাপতির এরকম আলোচনা রুটিন। এতে অস্বাভাবিক কিছু নেই। তাই নাড্ডা ডেকে পাঠিয়েছেন দিলীপকে।