কলকাতা ব্যুরো: যাত্রী বোঝাই বেসরকারি বাস হাইজ্যকড হয়েছে। বুধবার সকালের এই খবরে দ্রুত আতঙ্ক ছড়ায়। গুরুগ্রাম থেকে গোয়ালিয়ার যাওয়ার সময় আগ্রার কাছে চার যুবক ৩৪ যাত্রী সমেত বাসটিকে অপহরণ করে কোনো অজানা জায়গায় নিয়ে যায় বলে খবর পৌঁছয় পুলিশে। আগ্রার মালপুরা এলাকার ঘটনাস্থলে পৌঁছান পুলিশকর্তারা।
বাসটিকে ওই জায়গায় দাঁড় করিয়ে চালককে নামিয়ে দিয়ে যুবকরা গাড়ি নিয়ে চলে যায় বলে অভিযোগ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশ জনতা পারে, ওই চারজন বাস দাঁড় করিয়ে প্রথমে বাসের মালিককে ফোন করে। কিন্তু বারংবার ফোন করেও সাড়া না পেয়ে চালককে হাতে তিনশ টাকা ধরিয়ে দিয়ে ফিরে যেতে বলে। ফিন্যান্স কোম্পানির ঋণের টাকা মালিক শোধ না করাতেই তাঁরা গাড়ির দখল নিচ্ছে বলে জানিয়ে দেয়।
তারপরেই স্বস্তি পায় পুলিশ। তবে ঋণ না মেটানোয় যে ভাবে রাস্তা থেকে যাত্রী সমেত বাস তুলে নেওয়ার চেষ্টা হয়েছে তাতে ওই আর্থিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
Previous Articleআবার দেশে বেলাগাম করোনা
Next Article সুশান্তে সিবিআই দিলো সুপ্রিম কোর্ট
Related Posts
Add A Comment