কলকাতা ব্যুরো: সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালিয়ে বিএসএফ ৩০ টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং প্রায় আট হাজার রাউন্ড কার্তুজ উদ্ধার করল বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার গ্রাম থেকে। বিএসএফ জানিয়েছে, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে জওয়ানরা হানা দেয় সোমবার ত্রিপুরা এবং মিজোরাম লাগোয়া বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ফুলবংশী এলাকায়। গ্রামটি ত্রিপুরার মধ্যে অবস্থিত।
সেই গ্রামে দুটি মিজোরামের নম্বর প্লেট লাগানো গাড়িতে তল্লাশি করতেই ধরা পড়ে বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার। বিএসএফের বিবৃতি অনুযায়ী ২৮ টি একে সিরিজের রাইফেল, একটি ৫.৫৬ মিলিমিটার একে ৭৪ রাইফেল এবং একটি কারবাইন ও ৭৮৯৪ টি কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত তিনজনের থেকে পাওয়া যায় প্রায় ৪০ হাজার টাকা।
বাংলাদেশ সীমান্ত এলাকায় এত বড় অস্ত্রের বিরুদ্ধে অভিযানে সম্প্রতিকালে সাফল্য এই প্রথম।
কিছুদিন আগেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিএসএফকে সতর্ক করে বলেছিলেন, মিজোরামকে ব্যবহার করে কিছু প্রাক্তন জঙ্গি নেতা ত্রিপুরাকে অশান্ত করতে অস্ত্র মজুদ করছে। তার এই সতর্কতার পর সোমবারের অভিযানে এত বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে উদ্ধার এর ফলে নতুন করে জঙ্গিদের আন্তর্জাতিক সীমান্ত ব্যবহার করে অস্ত্র আমদানীর সূত্র পাওয়া গেল।