কলকাতা ব্যুরো: বলিউডের মাদক চক্রে এনসিবি-র নিশানায় আরো তিন তারকা। এই ঘটনায় ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করেছেন এনসিবি-র তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোবাইল ফোন। জানা গিয়েছে, দীপিকার মোবাইলে এ, এস এবং আর নামে আরো তিনজনের যোগাযোগ মিলেছে। তদন্তকারীরা বুঝতে চাইছেন, ওই তিনজন কারা।
এই মামলায় ইতিমধ্যেই সামনে এসেছে একের পর এক বলিউড তারকার নাম। আরো কিছু নাম সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।