কলকাতা ব্যুরো: বিশ্বভারতীতে নিযুক্ত ৪ নিরাপত্তারক্ষীকে ক্লোজ করলো বীরভূম জেলা পুলিশ। ওই রক্ষীদের বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে নিযুক্ত করেছিল পুলিশ। অভিযোগ, উপাচার্য ওই রক্ষীদের দিয়ে বিশ্বভারতীর নিজস্ব কাজ করাতেন এবং সেব্যাপারে পুলিশের সম্মতি নেওয়া তো দূরের কথা, স্থানীয় থানাকে জানাতেনও না। নোবেল চুরি যাওয়ার পর থেকে বিশ্বভারতীতে এই পুলিশরক্ষী নিয়োগের প্রথা চলছিল এতদিন। আগে কখনও এমন অভিযোগ ওঠেনি।

পৌষমেলার মাঠে পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরোধের পর ঘটনাটি সামনে এল। এব্যাপারে বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে একদিন আগে বিশ্বভারতী অভিযোগ করেছিল যে উপাচার্যের দেহরক্ষী প্রত্যাহার করে নিয়েছে রাজ্য পুলিশ। যদিও বীরভূম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রত্যাহার নয়, দেহরক্ষীদের পাল্টে দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version