কলকাতা ব্যুরো: আম্পানের ঘা শুকনোর আগেই কৌশিকি অমাবস্যায় প্রবল জলোচ্ছ্বাসে প্রবল ভাঙ্গনের মুখে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বেশ কিছু দ্বীপ। বুধবার থেকে জলের চাপে ভাঙছে ঘোড়ামারা দ্বীপের একাংশ।

ছাড় নেই বোটখালির। আম্পানে ক্ষয়ক্ষতির পর প্রবল বৃষ্টিতে বোটখালিতে পাড় ভাঙতে শুরু করেছিল। সে সময় ভাঙ্গন ঠেকাতে বাঁশের খুঁটি পুঁতে মাটি ফেলা হয়। এখন সাগরের প্রবল জলোচ্ছ্বাসে সেই মাটির বাঁধ ভেঙে প্রায় দেড় কিলোমিটার জমি চলে গিয়েছে সমুদ্রগর্ভে। ফলে প্রসাদপুর, বসন্তপুর, শিবপুর, দস্ক্খিন চেমাগুড়ির মতো গ্রামগুলি ভাঙ্গনের কবলে পরেছে।

আবার একদিকে হলদি নদীর ভাঙ্গন আর অন্যদিকে সমুদ্রের ভাঙ্গনে এখন ঘোড়ামারা দ্বীপের নিশ্চিহ্ন হওয়া শুধু সময়ের অপেক্ষা। ঘোড়ামারা থেকে ইতিমধ্যে বহু মানুষ সরে গিয়েছেন অন্যত্র। এখন আবার নতুন করে দুদিক থেকে ভাঙ্গনে নদী আর সমুদ্র গ্রাস করছে এই দ্বীপকে।

Share.
Leave A Reply

Exit mobile version