কলকাতা ব্যুরো: পদ্ম শিবিরে বড় ধাক্কা দক্ষিণ দিনাজপুরে। বিপ্লব মিত্র ফিরছেন তৃণমূলে। তিনি তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। গত লোকসভা নির্বাচনের পর তিনি দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই মধুচন্দ্রিমা টিকল না। আজ কলকাতায় তৃণমূল ভবনে এসে ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিক ভাবে ফিরবেন তিনি। তাঁর ভাই তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সমাধিপতি প্রশান্ত মিত্রও আজ তৃণমূল ভবনে আসবেন। তাঁদের দলে গ্রহণ করবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
একসময় দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের অবিসংবাদিত নেতা ছিলেন বিপ্লব। অর্পিতা ঘোষ বালুরঘাটের সাংসদ হওয়ার পর থেকে দলের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। গত লোকসভা নির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে। অভিযোগ ওঠে, তিনি অন্তর্ঘাত করায় বালুরঘাট কেন্দ্রে অর্পিতা হেরে যান। অর্পিতাকে দলের জেলা সভাপতি করায় ক্ষুব্ধ ছিলেন বিপ্লব। লোকসভা নির্বাচনের পর মুকুল রায়ের সক্রিয়তায় জেলায় নিজের অনুগামীদের নিয়ে দিল্লিতে গিয়ে পদ্মের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিজেপিতে যোগ দেন। কিন্তু পরে তাঁদের অনেকে তৃণমূলে ফিরে যাওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের দখল নেওয়া বিজেপির পক্ষে সম্ভব হয়নি। বিজেপিতে তেমন গুরুত্বও পাননি বিপ্লব। শেষপর্যন্ত ঘরে ফিরছেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version