কলকাতা ব্যুরো: ভারত চিন দু’দেশ-ই উত্তেজনা কমানোর লক্ষে সহমত হয় এবং নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। কিন্তু ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর পুরোপুরি সেনা সরায়নি চিন। যদিও চিনের বিদেশ মন্ত্রক সূত্র থেকে জানানো হয়, নিজেদের সেনাকে পাঙ্গং লেক, গলওয়ান উপত্যকা, কানকপাস, হট স্প্রীং এর মত জায়গাগুলি থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া হযেছে। তবে চিনের এই দাবির সঙ্গে সহমত নন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি জানান সেনা পুরোপুরি প্রত্যাহারের ব্যাপারে দুই দেশ সম্মতি দিলেও এখনও পুরোপুরি সেনা প্রত্যাহারের কাজ শেষ হয়নি। চিন এখনও তাদের সব সেনা সরায়নি বলেই অভিযোগ।

Share.
Leave A Reply

Exit mobile version