কলকাতা ব্যুরো : ম্যাগমা ফিনকর্প লিমিটেড ২০২০ সালের জন্য দুঃস্থ ও মেধাবী ১০০ জন ছেলেকে স্কলারশিপ দেবে বলে ঘোষণা করেছে। এই স্কলারশিপ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদেরই শুধু দেওয়া হবে। যে সব শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন এবং যাদের পারিবারিক অায় মাসিক ১০০০০ টাকার কম তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।২০১৫ সাল থেকে ম্যাগমা এই স্কলারশিপ দিয়ে আসছে। যারা এই স্কলারশিপ পেয়েছেন তারা অনেকেই শিক্ষা সম্পূর্ণ করে কর্মজীবনে প্রবেশ করেছেন। কোম্পানির কর্পোরেট সার্ভিস এবং সিএস আরপ্রধান কৌশিক সিংহ জানান, এম স্কলার হলো ম্যাগমার সমাজের প্রতি দায়বদ্ধ থাকার একটি সর্বোচ্চ উদাহরন।

Share.
Leave A Reply

Exit mobile version