কলকাতা ব্যুরো: ভীমা কোরেগাঁও মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন কবি তথা সমাজকর্মী ভারভারা রাও। বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিত ভারভারা রাওয়ের জামিন মঞ্জুর করেছেন। তাঁর শারীরিক অবস্থার কারণেই জামিন মঞ্জুর হয়েছে বলে জানিয়েছে আদালত। সেইসঙ্গে বলা হয়েছে, জামিনের অপব্যবহার যেন না করা হয়।
ভারভারা রাও আপাতত অন্তর্বর্তী জামিনে রয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্টের জামিনের আজকের নির্দেশ তাঁর জন্য বড় স্বস্তি বলেই মত অনেকের। ২০১৭ সালে পুণের এলগার পরিষদে প্ররোচনামূলক ভাষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা রুজু করেছিল পুলিশ। জেলে ক্রমশই ভারভারা রাওয়ের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। তারপর অন্তরবর্তী জামিন পেয়েছিলেন কবি। এদিন তাঁকে জামিন দিল সুপ্রিম কোর্ট।