Close Menu
Kolkata361°
  • এক নজরে
  • জানা অজানা
  • দেশ-দুনিয়া
    • দেশ
    • দুনিয়া
  • অচিনপুর
  • অদ্ভুতুড়ে
  • কথাবার্তা
  • বৈঠকখানা
  • লেখালিখি
  • ঘুরে-ট্যুরে
  • রাজন্যা
    • ভালো-বাসা
    • খানা খাজানা
    • শরীর ও মন
  • অন্যান্য
    • না-বলা কথা
    • বাঁকা চোখে
    • ক্রাইম ডাইরি
    • কেরিয়ার গাইড
    • প্রবাসীর ডাইরি
    • রিভিউ
    • জ্যোতিষ
    • খেলা
    • ২১ এর ধর্মযুদ্ধ
    • রাজ্য
      • কলকাতা
      • জেলা
    • অর্থকড়ি
      • ব্যবসা
      • শেয়ার বাজার
Follow Us
  • Facebook
  • Twitter
  • YouTube 733
  • WhatsApp
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) YouTube WhatsApp
Kolkata361°
Subscribe Login
  • এক নজরে
  • জানা অজানা
  • দেশ-দুনিয়া
    • দেশ
    • দুনিয়া
  • অচিনপুর
  • অদ্ভুতুড়ে
  • কথাবার্তা
  • বৈঠকখানা
  • লেখালিখি
  • ঘুরে-ট্যুরে
  • রাজন্যা
    • ভালো-বাসা
    • খানা খাজানা
    • শরীর ও মন
  • অন্যান্য
    • না-বলা কথা
    • বাঁকা চোখে
    • ক্রাইম ডাইরি
    • কেরিয়ার গাইড
    • প্রবাসীর ডাইরি
    • রিভিউ
    • জ্যোতিষ
    • খেলা
    • ২১ এর ধর্মযুদ্ধ
    • রাজ্য
      • কলকাতা
      • জেলা
    • অর্থকড়ি
      • ব্যবসা
      • শেয়ার বাজার
Kolkata361°
You are at:Home»এক নজরে»বেঙ্গল কেমিক্যাল থেকে ভুশণ্ডীর মাঠ
এক নজরে

বেঙ্গল কেমিক্যাল থেকে ভুশণ্ডীর মাঠ

তপন মল্লিক চৌধুরী By তপন মল্লিক চৌধুরী March 16, 2023No Comments4 Mins Read
Facebook Twitter WhatsApp Email
Share
Facebook Twitter Email WhatsApp

রসায়ন আর রসসাহিত্য আপাদমস্তক দুটি আলাদা বিষয়। তবে দুইয়ের মধ্যে কোনও বিরোধ নেই। কিন্তু কোনও যোগ কি আছে? না তাও নেই। তাহলে বেঙ্গল কেমিক্যাল থেকে ভুশণ্ডীর মাঠ যাওয়ার পথে কোনও বিঘ্ন ঘটলো না কেন? স্পষ্ট ভাষায় এর উত্তর মেলেনা। তাঁর বড়দার কথানুযায়ী ‘সায়েনটিফিক মেকানিক্যাল ব্রেন’, পকেটে অটোমেটিক পেনসিল আর হাতে লোহার স্ট্র্যাপ বা কাঠের ‘সোঁটা’ নিয়ে লেখাপড়া শুরু, আট বছর বয়স থেকে নিরামিষাশী, ইস্কুলের একমাত্র বাঙালি ছাত্র, রসায়ন ও পদার্থবিদ্যায় স্নাতক, রসায়ন নিয়ে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম, পরে আবার বিএল পড়া, বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কসের সর্বময় কর্তা, কয়েক ঘণ্টার ব্যবধানে মেয়ে ও জামাইয়ের মৃত্যু, কয়েক বছরের মধ্যেই স্ত্রী বিয়োগ, ধরা পড়লে সোজা সেলুলার জেল, তবু নির্ভয়ে অরবিন্দ ঘোষ, বারীন ঘোষের নেতৃত্বে মানিকতলা বোমা মামলার ঘটনায় বোমার ফর্মুলা এবং যাবতীয় মালমশলা সরবরাহ করা, আচার বানিয়ে বয়ামে বয়ামে সাজিয়ে রাখা, হেঁশেলের সুবিধের জন্য তরল মশলা বানিয়ে শিশি ভরে রেখে দেওয়া, বানিয়েছিলেন জিলিপির পুডিং, কুমড়োর স্যান্ডউইচ ইত্যাদি,তাঁরই গল্পেরচরিত্রেরাবলে, “হাড্ডি পিলপিলায় গিয়া”, “হল্লা দগ্ধাননে নিল্লজ্জে ঘেঁচী”, “হামার জাত রূপয়া ভি কামায় হিসাবসে পুনভি করে হিসাবসে“। আপনেদেরে রবীন্দরনাথ কি লিখছেন বৈরাগ সাধন “মুক্তি সো হমার নহি”, ‘ধা ধা ধিন তা কৎ তা গে/গিন্নী ঘা দেন কর্তাকে’ ইত্যাদি। যার বৈঠকখানা গমগম করে উঠত যদুনাথ সরকার, প্রভাতকুমার মুখোপাধ্যায়, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষেরা হাজির হতেন। এমন বিপুল বৈচিত্রময় জীবন কাটিয়েও, তিনি যে কেন কোনও স্মৃতিকথা বা জীবনচরিত লিখলেন না, তা কি কেবলমাত্র “এখন এই বয়সে, আমি আমার বন্ধুদের কাউকেই ক্ষুণ্ণ করতে চাই না” বলেই।

‘ভারতবর্ষ’ পত্রিকার জন্য সম্পাদক জলধর সেন গল্প দিতে বলেছিলেন তাই ৪২ বছর বয়সে প্রথম লেখা ছাপলেন, তার আগে যে কিছুই লেখেন নি তাও নয়,কিন্তু সেসব লেখা প্রকাশের জন্য নয়।কারন তা বিজ্ঞাপন আর ক্যাটালগ। তাহলে ওই বয়সে লিখতে শুরু করলেন কেন?প্রথম লেখা নিয়ে তাঁর নিজের কৈফিয়ত-প্রথম বিশ্বযুদ্ধের পরে অনেক কোম্পানি রাতারাতি গড়ে ওঠে, আবার ডুবেও যায়। অসাধু ব্যবসায়ীদের সেই ব্যঙ্গচিত্র আঁকাই ছিল উদ্দেশ্য। কিন্তু ছদ্মনাম কেন? আসলে নিজের নাম ব্যবহারে তাঁর আপত্তি ছিল তাই নিজেকে আড়াল করা। কিন্তু অমন ছদ্মনামের মধ্যে কোনও পৌরাণিক কটাক্ষ বা শ্লেষ ছিল কি? একেবারেই তা নয়, সে দিন কোনও কারণে বাড়িতে তারাচাঁদ পরশুরাম স্যাঁকরা এসেছিল। সেদিন তার আসা আর তার সেই নামটাই লেখায় বসিয়ে দেন তিনি। সেদিন নিজেও ভাবতে পারেন নি যে পরবর্তীতে ওই নামটাই স্থায়ী হতে যেতে পারে। তবে একথা ঠিক যেসাহিত্যজগতে হঠাৎ করেই তাঁর প্রবেশ আর তাতেই তিনি হইহই বাধিয়ে দিয়েছিলেন।

‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’ প্রকাশিত হওয়ার পর সবাই রীতিমতো চমকে উঠেছিল।একথা উল্লেখের দরকার ওই বয়সে অধিকাংশ লেখক-জীবনেরচূড়ান্ত পর্বে পৌঁছে যান, সে বয়সে রাজশেখর বসু বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেন। তখনকার দিনের ট্র্যাডিশন ছিল, লেখকেরা নিজের লেখার ধরণ ধারণে ধীরে ধীরে পাঠকসমাজ তৈরি করতেন, পাঠকসমাজ লেখকের রুচিতে অভ্যস্ত হয়ে উঠতেন। রাজশেখরের ক্ষেত্রে সেসব কিছুই ঘটেনি, তিনি ধূমকেতুর মতো আবির্ভূত হলেন,একের পর এক গল্প প্রবাসী এবং ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হতে থাকলে বাংলার রসিক ও বুদ্ধিজীবী পাঠকমহলে সাড়া পড়ে যায়। ধীরে ধীরে শ্যামানন্দ ব্রহ্মচারী, গণ্ডেরিরাম বাটপাড়িয়া, নন্দবাবু, তারিণী কবিরাজ, কেদার চাটুজ্যে, লাটুবাবু, নাদু মল্লিকেরা বাঙালি জীবনের অঙ্গ হয়ে ওঠে।

শুধু কি গল্প। তাঁর জীবনের অন্যতম বড়ো কাজরামায়ণ-মহাভারতের অনুবাদ ও অভিধান রচনা। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে ও অনুরোধে ‘চলন্তিকা’ অভিধানের কাজ। সে কাজে সঙ্গে পান সুরেশচন্দ্র মজুমদার ও শৈলেন্দ্রকৃষ্ণ লাহাকে। বাংলা বানানের একটা আধার তৈরি করাই তাঁরএকমাত্র লক্ষ্য ছিল। তবে সে অভিধানেপরিভাষাও জায়গা পায়। পর্বতসমান সেই কাজে মতামত নিতেতিনি পৌঁছে যান রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, প্রমথ চৌধুরী, হরপ্রসাদ শাস্ত্রীর মতো মানুষদের কাছে। অক্লান্ত পরিশ্রম শেষে ২৬০০০ শব্দ নিয়ে প্রকাশিত হয় বাংলা ভাষার অভিধান ‘চলন্তিকা’। সেটি দেখে রবীন্দ্রনাথ মন্তব্য করতে বাধ্য হলেন, “এতদিন পর বাংলা ভাষার অভিধান পাওয়া গেল।”রাজশেখর বসুর মহাভারত অত্যন্ত মূলানুগ ও সারানুবাদ আকারে অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু রসোত্তীর্ণ। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের মূল মহাভারত এক লক্ষ শ্লোকে লিখিত, তা পড়া সাধারণ মানুষের পক্ষে প্রায় অসাধ্য। তাই প্রাচীন সাহিত্যের বৃহত্তম এই গ্রন্থটিকে সংক্ষেপে দুই মলাটে নিয়ে আসেন রাজশেখর বসু। তিনি মহাভারতের সেই সব অংশকে বাদ দিয়েছেন যা সাধারণ মানুষের কাছে নীরস এবং তাত্ত্বিক। চলিতভাষা ব্যবহার করে এবং নানা জটিলতা ও দুরূহতা পরিহার করে রামায়ণ-কাহিনিকে তিনি উপন্যাসের মতো আকর্ষণীয় করে তুলেছিলেন। এত রকমের চর্চার পরও রাজশেখর বলছেন, “আসলে আমি আধা মিস্ত্রি, আধা কেরানি। অভিধান তৈরি ও পরিভাষা নিয়ে নাড়াচাড়া মিস্ত্রির কাজ। রামায়ণ মহাভারত অনুবাদ কেরানির কাজ।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
Previous Articleআইনস্টাইন মানে কি কেবল মজা
Next Article ফরোয়ার্ড ব্লকের সিংহ ও আন্দামান
তপন মল্লিক চৌধুরী

Related Posts

July 31, 2025

প্ল্যাস্টিক খেকো ছত্রাক কি সমুদ্র দূষণমুক্ত করতে সহায়ক হবে

3 Mins Read
July 29, 2025

বাঁহাতি শিল্পী এবং বিজ্ঞানী লিওনার্দো দ্য ভিঞ্চি

5 Mins Read
July 27, 2025

থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাতের সমাধান কোন পথে

4 Mins Read
July 25, 2025

পৃথিবীর প্রথম বিজ্ঞানী মহাজ্ঞানী থ্যালিস

4 Mins Read
Add A Comment
Leave A Reply Cancel Reply

Archives

প্ল্যাস্টিক খেকো ছত্রাক কি সমুদ্র দূষণমুক্ত করতে সহায়ক হবে

July 31, 2025

বাঁহাতি শিল্পী এবং বিজ্ঞানী লিওনার্দো দ্য ভিঞ্চি

July 29, 2025

থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাতের সমাধান কোন পথে

July 27, 2025

পৃথিবীর প্রথম বিজ্ঞানী মহাজ্ঞানী থ্যালিস

July 25, 2025

থিয়েটার তাঁর কাছে একটি আধ্যাত্মিক যাত্রা

July 23, 2025

পাথরের গায়ে নিঃশব্দ ভাষায় লেখা ইতিহাস

July 21, 2025
  • Login
  • Register
Pages
  • Home
  • About us
  • Disclaimer
  • Terms and Conditions
  • Contact
Kolkata361°
Facebook X (Twitter) YouTube WhatsApp RSS
© 2025 by kolkata361.in

Type above and press Enter to search. Press Esc to cancel.

Sign In or Register

Welcome Back!

Login to your account below.

Lost password?