কলকাতা ব্যুরো: লেবাননের রাজধানী বেইরুটে ভয়ঙ্কর বিস্ফোরনে এখনো পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ মন্ত্রী জানিয়েছেন। আহত অন্তত তিন হাজার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়।
খবর পাওয়া গিয়েছে, বেইরুটের বন্দর এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। প্রথমে অনেকক্ষণ ধরে আকাশে উচু হয়ে ওঠা ধুঁয়োর কুণ্ডলী ও আগুনের ঝলকানি চোখে পড়ে। কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। তার তীব্রতা এতটা ছিল যে সাইপ্রাস থেকে শব্দ শোনা গিয়েছে। একজন রাজনৈতিক নেতা মারা গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। হাসপাতালে উপচে পড়ছে আহতদের ভিড়। অনেক হাসপাতালে আর ভর্তি করার মতো বেড নেই। আহতদের আনা হচ্ছে রক্তাক্ত, ক্ষতবিক্ষত, হাত-পা-মাথা ভাঙা, থ্যাঁতলানো অবস্থায়। অনেকের অবস্থা আশঙ্কাজনক। বহু লোক মারা গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তবে আহত ও নিহতের পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে একটি বাজি বোঝাই ওয়ারহাউসে বিস্ফোরণ হয় বলে জানান হয়েছে। রেড ক্রস ইতিমধ্যে উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে।
Previous Articleভক্ত আর ভগবানের মধ্যে কেউ না থাকলেও চলে
Next Article অযোধ্যার প্রতিটি ইঁটের গায়েই লেখা ইতিহাস
Related Posts
Add A Comment