কলকাতা ব্যুরো: সিন্ডিকেট দুষ্কৃতীদের তান্ডবে উত্তেজনা ছড়ালো বেহালার মুচিপাড়া এলাকায়। সিন্ডিকেট ব্যবসাকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে গোলমাল দীর্ঘদিনের। বৃহস্পতিবার তা মাত্রা ছাড়ায়। রাতভোর তান্ডব চালায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় সাত জন। তিনটি বাইক ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ঘটনা স্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় আতঙ্ক থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।