কলকাতা ব্যুরো: ১৯৯২-র বাবরি মসজিদ ধ্বংস কোনো পূর্বপরিকল্পিত কাজ ছিল না। কিছু উন্মত্ত মানুষ হঠাৎ করেই তা ঘটিয়ে ফেলেছে। ২৮ বছরের পুরনো মামলার রায় ঘোষণা করে বুধবার এ কথা বলেন লখনৌ এর সিবিআই বিশেষ আদালতের বিচারপতি এসকে যাদব। সে কারণেই এই মামলায় অভিযুক্ত ৩২ জনকেই বেকসুর খালাস করে দেয় আদালত।
লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর জোশী, কল্যাণ সিং, উমা ভারতী, অশোক সিঙ্ঘল, বিনয় কাটিয়ার সহ মোট ৪৯ জনকে অভিযুক্ত করেছিল সিবিআই। যদিও তার মধ্যে ১৭ জন ইতিমধ্যেই প্রয়াত। বাকি ৩২ জনকে অভিযুক্ত হিসেবে দেখিয়ে চার্জসিট দাখিল করে সিবিআই। এদিন প্রত্যেককেই বাবরি ধ্বংসের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলো। এই মামলার দায়ের বিরুদ্ধে অবশ্য উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
এদিন আদালতে সশরীরে উপস্থিত ছিলেন ২৬ জন অভিযুক্তই। প্রত্যেককেই সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ৯২ বছরের আদবানি, ৮৬ বছরের মুরলী মনোহর জোশী বয়সজনিত সমস্যার কারণে এবং উমা ভারতী, কল্যান সিংয়ের মতো কয়েকজন কোভিড-১৯ পরিস্থিতির কারণে আদালতে সশরীরে উপস্থিত থাকতে পারেননি।