কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বি এস এফ, আইটিবিপি-র মতো আধা সামরিক বাহিনী ও এনএসজি র মতো ভিভিআইপি র নিরাপত্তায় থাকা জওয়ানদের ফেসবুক থেকে দূরে রাখার পরামর্শ দিয়ে চিঠি দিল। এমন কী যে সব প্রাক্তন সেনা জওযান এখনো সেনার কাজে কোনো ভাবে যুক্ত তাদের ক্ষেত্রেও একই পরামর্শ কেন্দ্রের।
বিএসএফ, আইটিবিপি, এনএসজি জওয়ানদের ফেসবুক থেকে দূরে থাকতে নির্দেশ কেন্দ্রের
Previous Articleবুধবার সকাল এগারোটায় রাষ্ট্রপতি ভবনে যাচ্ছে তৃণমূল
Next Article রাহুল ব্রিগেডের আর অবশিষ্ট রইলো কে ?
Related Posts
Add A Comment