কলকাতা ব্যুরো: কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ করোনা আক্রান্ত। তাঁর স্ত্রীর করোনা রিপোর্টও পজিটিভ। অতীন নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে খবরটি জানিয়েছেন। তবে দুজনেরই কোন উপসর্গ নেই। অতীনের কয়েকদিন আগে সামান্য জ্বর হয়েছিল। তারপর বুধবার তাঁর আর তাঁর স্ত্রীর করোনা পরীক্ষা হয়। তাতেই দুজনের রিপোর্ট পজিটিভ আসে।
প্রাক্তন ডেপুটি মেয়রের জ্বর আর নেই। তিনি এবং তাঁর স্ত্রী আপাতত আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন।