কলকাতা ব্যুরো: লোকাল ট্রেন চালানোর দাবিতে এবার সরকারকেই উদ্যোগী হওয়ার জন্য আবেদন করলেন বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা। করোনা আবহে গত সাত মাস ধরে বিধানসভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির বৈঠক বন্ধ ছিল। সেই বৈঠক আগামী সপ্তাহ থেকেই শুরু করতে চান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিভিন্ন দপ্তরের ৪৪ টি স্ট্যান্ডিং কমিটি আছে। যাতে পুজোর ছুটির আগে অন্তত একবার করে প্রতি কমিটি বৈঠক করতে পারে এখন সেই লক্ষ্যেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। বৈঠকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে অধ্যক্ষ বলেন, সরকারি কাজে অগ্রগতি হচ্ছে কিনা তা দেখার পাশাপাশি স্ট্যান্ডিং কমিটি গুলি তাদের পরামর্শ দেবে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই পুজোর আগেই কমিটিগুলোকে বৈঠক করা নিশ্চিত করতে চাইছে বিধানসভা। সেই প্রসঙ্গে রাজ্য সরকারকে দ্রুত লোকাল ট্রেন চালানোর ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছে বিরোধী দলগুলি। কেননা তাদের বহু বিধায়ক কলকাতায় যাতায়াতের জন্য লোকাল ট্রেনে ব্যবহার করেন।