অ্যাক্রোস অ্যান্ড বিওন্ড নামে নিশি পুলুগুর্থার সম্পাদনায় একটি বই সম্প্রতি প্রকাশ পেলো। নিশি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা , লেখিকা এবং কলকাতার একজন বিশিষ্ট ব্যক্তি। বইটি বেশ কয়েকটি ইংরাজি রচনার সম্ভার। বিভিন্ন জায়গায় ঘোরার বর্ণনা, এবং বেড়ানো সম্পর্কিত আলোচনায় সমৃদ্ধ এক সুখপাঠ্য দলিল বলা যায়।

ঘুরতে কে না ভালোবাসে ? কিন্তু ঘোরা মানে কি শুধুই কয়েকটা জায়গা দেখা ? না। ঘোরা মানে নিজেকে সমৃদ্ধ করা। যেখানেই যাই সেখানকার ইতিহাস, খাওয়া দাওয়া, প্রাকৃতিকসৌন্দর্য , স্থাপত্য সবকিছুই তো আমাদের আকর্ষণ করে। বইটি সেই সমস্ত তথ্য দিয়ে ভরা। ঘুরতে ভালোবাসে এই রকম মানুষজন বইটিতে যেমন লিখেছেন, আবার ভারতের এবং অন্যান্য দেশের বিভিন্ন সাংবাদিক , গবেষক এবং পন্ডিত ব্যাক্তিও বইটির নানা ধরনের রচনার লেখক। বিভিন্ন জায়গার ইতিহাস , ঔপনিবেশিকতা ও নগর পরিকল্পনার এক জীবন্ত এবং প্রানবন্ত দলিল নিশির সম্পাদনায় এই বই। উঠে এসেছে বিভিন্ন জায়গার সংস্কৃতি, কৃষ্টি, অর্থনীতি, রাজনীতি আর মানুষের জীবনালেখ্য। চার ভাগে বিভক্ত বইতে গান, ভ্রমণ, খাদ্য যেমন বিষয় তেমনি এক মহিলার একা বিদেশ ভ্রমণের কাহিনীও বিশেষভাবে উল্লেখ্য। কেতকী দত্তর সান্তা বারবারা ভ্রমণ, অরুন্ধতী শেঠীর জামাইকার একটি উপন্যাস নিয়ে লেখা আর নিশির নিজের চুঁচুড়া নিয়ে লেখাগুলি পাঠকের মন জয় করে নেবার মতো।

Share.
Leave A Reply

Exit mobile version