কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উত্তাপ সারাদেশে ছড়িয়ে দিতে গিয়ে এবার নিজেরাই উত্তপ্ত হয়ে পড়লেন সাংবাদিকরা। বৃহস্পতিবার মুম্বাইয়ে বল্যাদ এস্টেট ফোর্ড এলাকায় এনসিবি অফিসের সামনে অ্যাসাইনমেন্ট কভার করতে গিয়েই প্রথমে তর্কাতর্কি তারপর হাতাহাতিতে জড়ালেন সর্বভারতীয় মিডিয়ার সাংবাদিকরা।
রিপাবলিক টিভি সাংবাদিকের অভিযোগ, তিনি যখন ক্যামেরার সামনে তার বক্তব্য রাখছিলেন, তখন থেকেই এনডিটিভি এবং এবিপি সাংবাদিক তাকে আক্রমণ করেন। কথা কাটাকাটি ধাক্কা ধাক্কির মধ্যে তারা তাকে মারধর করেন বলেও অভিযোগ।

অ্যাসাইনমেন্ট এ গিয়ে সাংবাদিকদের মারামারির ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এনডিটিভি ও এবিপি সাংবাদিকরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে কোন একজন সাংবাদিক তার বক্তব্য তার হাউসের মাধ্যমে পেশ করলে, তাতে অন্য সাংবাদিকরা বাধা দিতে পারেন কিনা। সাধারণভাবে কোন এলাকায় গিয়ে কোনো সাংবাদিক সেই এলাকার বিরুদ্ধে কোনো কথা লাইভ এ বললে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। মারধরও খেতে হয় সাংবাদিককে। কিন্তু একজন সাংবাদিকের বক্তব্য খন্ডন করতে অন্য সাংবাদিকরা তাকে মারধর করছেন, এমন ঘটনা সাধারণত শোনা যায় না।

Share.
Leave A Reply

Exit mobile version