কলকাতা ব্যুরো: স্বাধীনতা দিবসের দিন বন্ধুদের সঙ্গে দল বেঁধে পিকনিক করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কিশোরের। আজ সকালে বারুইপুরে সাউথ গড়িয়া কাটাখাল বাইপাস সংলগ্ন এলাকা ওই কিশোরের দেহ উদ্ধার হয়। মৃতের নাম নুরহোসেন সরদার (১৭)। সোনারপুর থানার বিদ্যাধরপুর এলাকায় বাড়ি। প্রাথমিকভাবে দেহে কিছু আঘাতের চিন্হ পাওয়া গেলেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
স্বাধীনতা দিবসের দিন নূরহোসেন সহ পাঁচ বন্ধু তিনটি বাইকে করে পিকনিক করতে যাওয়া নাম করে বাড়ি থেকে বেরোয়। কিন্তু রাত বাড়লেও ছেলেরা ঘরে না ফেরায় দুশ্চিন্তা বাড়ে পরিবারে। ফোন করলে আসছি বলে জানায় কোনো বন্ধু তার বাড়িতে। প্রায় মধ্যরাতে চার বন্ধু বাড়ি ফেরে। তার আগে নূরের বাড়িতে ফোন করে জানায় পিকনিকের জায়গায় কিছু লোক ওকে আটকে রেখেছে। কিন্তু কেউ না যাওয়ায় বাড়ি ফেরে বন্ধুরা।
বাড়ি ফিরেও নুরকে আটকে রাখা হয়েছে বলে জানায়। আজ সকালে বাড়ির লোকেরা কাটাখাল বাইপাস এলাকায় ছেলের খোঁজে যান। একটু খুঁজতেই দেহ পড়ে আছে দেখতে পান। তাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ ।
এই ঘটনায় সঙ্গে থাকা বন্ধুদের ভূমিকা ও ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পুলিশ।
Previous Articleডোনাল্ড ট্রাম্পের ভাই প্রয়াত
Next Article করোনা এবার প্রধান বিচারপতির
Related Posts
Add A Comment