কলকাতা ব্যুরো : অবশেষে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন অভিষেক বচ্চন। ১২ জুলাই অমিতাভ ও অভিষেক বচ্চন এর করোনা ধরা পড়ায় তারা মুম্বাইযের নানাবতী হাসপাতালে ভর্তি হন। বচ্চন পরিবারে শুধু জয়া বচ্চন ছাড়া আর সবারই করোনা ধরা পড়ে। ঐশ্বর্য ও আরাধ্যাও হাসপাতালে ভর্তি ছিলেন। সবাই ছাড়া পেলেও হাসপাতালে থাকতে হয় অভিষেককে।
আজ তার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় আনন্দ প্রকাশ করে তার রিপোর্ট এবং ডিসচার্জ সার্টিফিকট ইনস্টগ্রামে পোস্ট করেন অভিষেক। তার ফ্যান এবং শুভাকাঙ্খীদের ধন্যবাদও দেন।