কলকাতা ব্যুরো : বলিউডের গোটা গ্যাং তার বিরুদ্ধে কাজ করছে। তাই ছবিতে সঙ্গীত পরিচালনা করার আর খুব বেশি সুযোগ পাচ্ছেন না অস্কার জয়ী পরিচালক । এমনই বিস্ফোরক অভিযোগ এ আর রহমানের।
সম্প্রতি রেডিও মির্চিকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি তার সঙ্গীত পরিচালনায় ‘দিল বেচারা’ ছবি মুক্তি পেয়েছে। এই ছবির নয়টি গান তাঁর পরিচালনা।
সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় , কেন তিনি সেভাবে বলিউডে সঙ্গীত পরিচালনা করছেন না। উত্তরে রহমান বলেন, ” দেখুন ভালো ছবি হলে আমি কখনো না করি না। কিন্তু আমার মনে হচ্ছে ভুল বোঝাবুঝির কারণে বলিউডের একটা পুরো গ্যাং আমার বিরূদ্ধে মিথ্যা রটাচ্ছে।” ‘দিল বেচারা’ ছবি প্রসঙ্গে রহমান বলেন, ” পরিচালক মুকেশ চাব্রকে বোঝানো হয়েছিল , ও যেন প্রথমে ছবির কাজের জন্য আমাকে সঙ্গীত পরিচালনার প্রস্তাব না দেয় ।
তিনি জানান মুকেশ কে আমি দু’দিনে চারটি গান রেকর্ড করে দিয়েছি। । ও বলেছিল, স্যার কত লোক কত গল্প শোনালেন। আপনার কাছে আসতে বারণ করেছিলেন। তখন আমি বুঝলাম বলিউডে কেন ছবির গান পরিচালনার সুযোগ পাই না। একটা গোটা গ্যাং আমার বিরূদ্ধে কাজ করছে। আমার ক্ষতি করার চেষ্টা করছে।
উল্লেখ্য ভারতীয় এই সঙ্গীত পরিচালক একাধিক ভাষায় একশোর ওপর ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। এদের মধ্যে রোজা, স্লামডগ মিলিয়নার, বোম্বে, তাল সুপার ডুপার হিটস। তার ঝুলিতে জোড়া অস্কার ও একটি গ্র্যামি পুরস্কার ও আছে।
সব কথা শুনেটুনে বিখ্যাত পরিচালক শেখর কাপুর এর টুইট, ” তোমার প্রবলেম কি জান এ আর। তুমি অস্কার নিয়ে এসেছ। বলিউড এ অস্কারটা হচ্ছে ‘কিস অফ ডেথ’ ( মৃত্যু চুম্বন ) ।