ক্যারি বে পূর্ব হংকংয়ের একটি ঘনবসতিপূর্ণ এলাকা। প্রতি বছর এখানে আবাসিক জায়গার বৃদ্ধি ঘটে। তবে কোনো বিল্ডিং ‘মনস্টার বিল্ডিং’ এর মতো এতো ঘনবসতিপূর্ণ নয়। স্থানীয় মানুষেরা বিল্ডিংটিকে এই নামেই ডাকে। তবে এই বাড়িটিতে মনস্টার বা দানব বাস করে না।ভবনের উপরের তলাগুলো বসবাসের জন্য ব্যবহৃত হয় এবং নীচের তলা চা, মাছ এবং অন্যান্য গৃহস্থালীর জিনিসপত্র বিক্রির দোকান হিসাবে ব্যবহৃত হয়। নান্দনিকভাবে আকর্ষণীয় আর্কিটেকচারের কারণে, বিল্ডিংটি শহুরে এক্সপ্লোরার এবং ইনস্টাগ্রামারদের কাছে একটি প্রিয় স্থান হয়ে উঠেছে। বিল্ডিংটি গোস্ট ইন শেল এবং ট্রান্সফরমারসহ একাধিক ছবির সেট হিসাবে ব্যবহৃত হয়।

পাঁচটি দালান গাঁ ঘেঁষাঘেষি করে এমনভাবে লেগে আছে যে দেখলে মনে হয় একটিই ভবন। ১৮ তলার পাঁচটি দালানে মোট ফ্ল্যাট আছে ২২৪৩টি। আরও অবাক করা বিষয় হলো, এই বিশাল বাড়ির ২২৪৩টি ফ্ল্যাটগুলিতে বসবাস করেন ১০ হাজার মানুষ। দূর থেকে দেখলে মনে হবে ছোট ছোট পাখির বাসা! সেখানে ঠাসাঠাসি করেই বসবাস করছে হাজার হাজার পরিবার। এই দৈত্যাকার দালানটির ঠিকানা হংকংয়ের কোয়ারি বে-র ইয়ায়ু মান স্ট্রিট। ২-৩২ নম্বর রাস্তা জুড়ে এর অবস্থান। আমরা অনেকেই সিনেমার দৃশ্যে এমন দালান দেখেছি। উল্লেখ্য, ‘গোস্ট ইন দ্য শেল’ও ‘ট্রান্সফরমারস: এজ অব এক্সটিনশন’ সিনেমা দুটির কথা এ প্রসঙ্গে উল্লেখ করাই যায়।এ ছাড়াও ‘ল্যাবেরিন্থ’ ও ‘কেভ মি ইন নামে দুটি মিউজিক ভিডিওর কথাও বলা যায়। এই মনস্টার নামের বাড়ির ছবি তোলার জন্য সেখানে হাজির হন পেষাদার সব চিত্রশিল্পীরা। এমনকি পর্যটকদেরও ভিড় জমে। এই কারণে মনস্টারের বাসিন্দারা নোটিশ ঝুলিয়েছেন- ‘ছবি তুলতে এসে ভেতরে ঢুকবেন না’।

মনস্টার বাড়িটি দেখতে অনেকটা ইংরেজি ‘ই’ অক্ষরের মতো। মাটিতে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে অল্প সামান্য হলেও আকাশের দেখা মিলবে। মনস্টার বাড়িটি তৈরি হয়েছিল ষাটের দশকে। সে দেশের অল্প আয়ের মানুষের জন্য সরকার এই বাড়িটি তৈরি করেছিল। যদিও তখন এটি দৈত্যবাড়ি হয়ে ওঠেনি। নাম ছিল বাকগা সানজুন। পরে ১৯৭২ সালে বিক্রি হয়ে যায়। এরপর ৫টি ব্লকে বিভক্ত হয় বাড়িটি। ভবনগুলোর নাম- ফুক সেয়ং বিল্ডিং, মন্তানে ম্যানসন, ওসিয়নিক ম্যানসন, ইক সেয়ং বিল্ডিং ও ইক ফ্যাট বিল্ডিং। এর মধ্যে সবচেয়ে উঁচু হলো ওসিয়নিক। সবচেয়ে অবাক করা তথ্য হলো, সরকারি খাতায় এই দৈত্যবাড়ির কোনো অস্তিত্ব নেই। এমনকি মনস্টার বিল্ডিং নামে কোনো বাড়ির নামও নেই হংকংয়ে। সরকারি নথিতে এটি শুধু ৫টি ভবন নিয়ে তৈরি একটি আবাসন।

বাড়িটির উপরের তলাগুলি বসবাসের জন্য ব্যবহৃত হয় এবং নীচের তলা চা, মাছ এবং অন্যান্য মুদি ও গৃহস্থালীর পণ্য বিক্রির দোকান ব্যবহৃত হয়। নান্দনিকভাবে আকর্ষণীয় আর্কিটেকচারের কারণে, বিল্ডিংটি শহুরে এক্সপ্লোরার এবং ইনস্টাগ্রামারদের কাছে একটি প্রিয় স্থান হয়ে উঠেছে। বিল্ডিংটি গোস্ট ইন শেল এবং ট্রান্সফরমারসহ একাধিক ছবির সেট হিসাবে ব্যবহৃত হয়।