কলকাতা ব্যুরো: দুদিন সামান্য আশার আলো দেখিয়ে আবার বেলাগাম করোনা সংক্রমণ। মৃত্যুও তথৈবচ। মঙ্গলবার বিভিন্ন মহলে মৃত্যুহার এই পর্যায়ে বেঁধে রাখা নিয়ে জোর আলোচনা চলছিল, তখন নীরবে করোনা ভাইরাস একের পর এক শিকার গেঁথে তুলেছে।
এর ফলে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হলেন হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে সংখ্যাটা ১,০৯২। অথচ মাত্র ২৪ ঘণ্টা আগে দিনের মৃত্যু ৮৭৬-এ আটকে ছিল। সংক্রমণও আচমকা বিরাট লাফ দিল। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৫,০৭৯। বুধবার সেই সংখ্যা সাড়ে ৬৪ হাজার পার হয়ে গেল। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫২,৮৮৯। তবে সুস্থতাতেও আজ রেকর্ড তৈরি হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ৬০,০৯১।
করোনা সংক্রমণের এই ঘোর অনিশ্চিতকর পরিস্থিতির মধ্যে আরেক দুঃসংবাদ শোনালো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। চিকিৎসা বিজ্ঞানে ভারতের এই নিয়ামক সংস্থার সাম্প্রতিক সমীক্ষায় দেশে ক্যান্সারের বাড়বাড়ন্ত উঠে এসেছে। এই সমীক্ষার ভিত্তিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ বছরে ক্যান্সার বাড়বে ১২ শতাংশ।

Share.
Leave A Reply

Exit mobile version