কলকাতা ব্যুরো : করোনা মোকাবিলায় অনেকে বিশেষত যারা একা থাকেন তাদের জীবন খুবই কষ্টকর ও দুর্বিষহ হয়ে উঠছে। অনেকে পাড়া প্রতিবেশীর সাহায্য তো পাচ্ছেনই না উল্টে তাদের নিয়ে পরচর্চা করা হচ্ছে। এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয় এবং প্রয়োজনে সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এই নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুলেন্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। এর সঙ্গে থাকছে সার্বিক হেল্পলাইন নম্বরও।
সার্বিক হেল্পলাইন : ১৮০০৩১৩৪৪৪২২২
টেলিমেডিসিন হেল্পলাইন :
০৩৩ – ২৩৫৭৬০০১
করোনা আক্রান্তদের অ্যাম্বুলেন্স পরিষেবা: ০৩৩ – ৪০৯০২৯২৯