কলকাতা ব্যুরো: লক ডাউন বিধি অমান্য করায় এ দিন দুপুর পর্যন্ত কলকাতায় ২২৭ টি ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। আটটি গাড়ি আইন লঙ্ঘন করেছে। মাস্ক না পড়ে রাস্তায় বেরোনোয় ১৯৮ জনের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আবার প্রকাশ্যে থুথু ফেলায় ন’জন অভিযুক্ত।
লালবাজার সূত্রে খবর, লকডাউনের দিনে বিধি ভঙ্গ করলে কোনো রকম রেয়াত না করতে থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে লকডাউন বস অন্য দিনেও মাস্ক ব্যবহার না করলে যত সম্ভব কঠোর পদক্ষেপ করতে বলা হয়েছে পুলিশকে।