কলকাতা ব্যুরো: প্রণব মুখোপাধ্যায়ের শারিরীক অবস্থা আরও খারাপ হল। তাঁর মস্তিষ্কে আবার রক্তক্ষরণ শুরু হয়েছে। মস্তিষ্কে এর আগে সোমবার অপারেশন হয়েছিল। মস্তিষ্কের অন্য অংশে এই রক্তক্ষরণ বলে প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন।
ভেন্টিলেশন সাপোর্টে থাকলেও প্রণববাবু নিজে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন বলেও তিনি জানান। বুধবার সন্ধ্যায় দিল্লির রিসার্চ অ্যান্ড রেফারেল আর্মি হাসপাতালে তিনি বাবাকে দেখে এসেছেন। ওই হাসপাতালে সোমবার থেকে প্রাক্তন রাষ্ট্রপতির চিকিৎসা চলছে। মস্তিষ্কে চোটের পাশাপাশি তিনি করোনা পজিটিভ। অপারেশনের পর থেকে তাঁর শারীরিক অবস্থার ক্রমাবনতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
Previous Articleহাত বাড়ালেই বন্ধু
Next Article দেদার চাকরির দরজা খুললো রাজ্য
Related Posts
Add A Comment