কলকাতা ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় মহেন্দ্র সিং ধোনির। স্বাধীনতা দিবসে আচমকা ঘোষণা প্রাক্তন ক্রিকেট অধিনায়কের। শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করলেন মাহি। শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে ধোনি জানালেন, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। ফলে ভারতীয় দলের হয়ে তাঁকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না আর। ২০১১ সালে তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছিল। টি-২০ বিশ্বকাপ তাঁর নেতৃত্বে ভারত জিতেছিল ২০০৭ সালে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ধোনি আইপিএলে খেলবেন বলে জানিয়েছেন।
ফলে আগামী দিনে হলুদ জার্সিতে আবার তাঁকে দেখা যাবে মাঠে। যদিও নীল জার্সিকে গুড বাই করে দিলেন তিনি।
Previous Articleঘরে বসেই বাঘ-ভাল্লুক
Next Article রাজ্যে সংক্রমণের সঙ্গেই পরীক্ষারও ঊর্ধ্বগতি
Related Posts
Add A Comment