কলকাতা ব্যুরো: করোনা নিয়ে যখন মাথাব্যাথা প্রশাসনের। তখন বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হলো ডুয়ার্সের ধূপগুড়িতে। প্রশাসনের উদাসীনতার অভিযোগে রাস্তাতেই পোতা হলো ধান গাছের চারা। পুলিশ বিক্ষোভ তুলতে এলেও অবরোধকারীদের ক্ষোভের মুখে পরতে হয়। অবরোধের জেরে যানজট ছড়িয়ে পরে গোটা শহরে।
শহরের বেশ কিছু নাগরিক সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ নেতৃত্বে দিলেন ধূপগুড়ি টাউন বিজেপি যুবমোর্চার সদস্যরা। নাগরিকদের অভিযোগ, ধূপগুড়ি থেকে নাথুয়াগামী রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বহু আগে এই রাস্তা সংস্কার হয়েছিল। দু বছর ধরে ধুপগুড়ির এই রাজ্য সড়কে প্রায় ১ কিলোমিটার রাস্তা খানাখন্দ হয়েছে। বারংবার বলেও কাজ না হওয়ায় এ দিন রাস্তা অবরোধ করা হয়। অবরোধ তুলতে আসে ধুপগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী। কিন্যু প্রথমে তাদের বেগ পেতে হয়। তাদের কে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। দ্রুত রাস্তা সংস্কার হওয়ার ব্যাপারে পুরকর্তাদের আশ্বাস দাবি করেন তাঁরা। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের আশ্বাসেই অবরোধ ওঠে। যদিও তার মধ্যে অবরোধের জেরে গাড়ির ভিড় জমে যায় গোটা শহরে।