কলকাতা ব্যুরো: করোনা আবহেই জন্মাষ্টমী পুজোয় মাতলো শহর। শহরের বিভিন্ন এলাকায় পুজোর আয়োজন করা হয়েছে। দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্তে বারোয়ারি পুজোয় মেতে ছিলেন ভক্তরা। তবে অন্যান্য বারের তুলনায় এবার মন্দিরে পুজোয় লোক ছিল কম। সেই তুলনায় বাড়িতে বাড়িতে পুজোর সংখ্যা বেড়েছে। কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, গত বছরে যে সব বারোয়ারি পুজো হয়েছিল, তার উপরে এবার নতুন কোনো পুজোর অনুমতি দেওয়া হবে না।