কলকাতা ব্যুরো : বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়েন নি এমন লোক নেই । তাই বলে চাঁদে বাড়ি? এমন ও হতে পারে? বলা যায় না। ২০৫০ এ হইতো কোনো লেখক চাঁদে বাড়ি নামে কোনো উপন্যাস লিখে ফেলতেই পারেন। মজা নয়। বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একদল বিজ্ঞানী এই সপ্ন সার্থক করার চেষ্টায় নেমে পড়েছেন কোমর বেঁধে।

তাদের দাবী চাঁদের মাটিতে ইট তৈরি করার প্রক্রিয়া তারা মাথা খাটিয়ে বের করে ফেলেছেন। এই এই এস সি এক বিবৃতি দিয়ে জানিয়েছে চাঁদের মাটির সঙ্গে মানুষের মূত্রে থাকা ইউরিয়া মেশানো হলে সেটি বিক্রিয়ার মাধ্যমে ইট জাতীয় উপাদানে পরিণত হয়। আর সিমেন্টের পরিবর্তে গুয়ার গুন বা এক জাতীয় আঠা দিয়ে ইট গাঁথা যেতে পারে চাঁদে। দারুন উত্তেজনার ব্যাপার বৈ কি।

অনেকদিন ধরে মানুষ চাঁদের জমিতে বাড়ি বানানোর কথা ভাবছে। কিন্তু পৃথিবীর বাইরে মহাকাশ জানে এখনকার বাড়ি বানানোর উপাদান নিয়ে যাওয়া খুবই খরচসাপেক্ষ। তাই পৃথিবীতে বসেই মানুষ ইট তৈরির পরিকল্পনা করে ফেললো।

আমরা সাধারণ মানুষ না পারি। বিড়লা বা বিল গেটসের অথবা আম্বানির পারতেই পারেন চাঁদে বাড়ি বানাতে। যেতে না মারেন , ঘরে বসে মানস ভ্রমণ তো হবে। কি বলেন ?

Share.
Leave A Reply

Exit mobile version