কলকাতা ব্যুরো: হম কিসিসে কম নেহি।
করোনা ভ্যাকসিনে আমরাও পিছিয়ে নেই কিন্তু।
রাশিয়া যতই বিশ্বে প্রথম টিকা আবিষ্কার করেছে বলে বগল বাজাক না, ভারত কম যায় না।
বরং একের টক্করে তিন-তিনটি টিকা আছে ভারতের ঝোলায়।
সময় মতো ঝোলা থেকে বেরিয়ে আসবে করোনা নিরাময়ের এই জাদুটিকাগুলি।
কথার কথা নয় মোটেও।
খোদ দেশের প্রধানমন্ত্রীর ঘোষণা।
স্বাধীনতা দিবসের মঞ্চ লালকেল্লা থেকে শনিবার নরেন্দ্র মোদী তিন করোনা টিকার আগমন নিশ্চিত করেছেন।
তাঁর ঘোষণা, এই তিনটি টিকা এখন পরীক্ষা-নিরীক্ষার বিভিন্ন পর্যায়ে আছে।
এই পরীক্ষাগুলি শেষ হলেই করোনা ভ্যাকসিন আবিষ্কারক দেশের তালিকায় নাম তুলে ফেলবে ভারত।
রাশিয়াই এখনও একমাত্র দেশ, যে ওই তালিকায় নাম তুলেছে বলে দাবি করছে।
এই স্বঘোষিত তালিকায় অবশ্য সায় নেই আন্তর্জাতিক বিজ্ঞানী মহলের।
দেশে দেশে করোনা টিকা আবিষ্কারের যে প্রক্রিয়া চলছে, তার মধ্যে মাত্র ৯টি রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়।
এই ৯-এর মধ্যে ভারতের কো-ভ্যাকসিন থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাধের স্পুটনিক-ফাইভ কিন্তু নেই।
কো-ভ্যাকসিন সাফল্যের সঙ্গে প্রথম ধাপের পরীক্ষা শেষ করে ফেলেছে বলে স্বাধীনতা দিবসের আগের দিন সগর্বে জানিয়ে দিয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োটেক।
১৫ অগস্টের মধ্যে ভারত ভ্যাকসিন বাজারে আনবে বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ইতিপূর্বে ঘোষণা করায় জল্পনা শুরু হয়েছিল যে, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে ভারতের এই কৃতিত্ব বুক বাজিয়ে জানাবেন নরেন্দ্র মোদী।
বোঝাবেন হয়তো করোনার মতো ভ্যাকসিনের দৌড়েও ভারত তাঁর প্রতিশ্রুত আত্মনির্ভরতার সফল ব্র্যান্ড।
কিন্তু তড়িঘড়ি এমন ডেটবাউন্ড প্রক্রিয়ায় প্রশ্ন উঠতে শুরু করায় ১৫ অগস্টের সেই ঘোষণার কর্মসূচি থেকে পিছিয়ে গিয়েছিল আইসিএমআর।
ভাগ্যিস পিছিয়ে ছিল।
নাহলে হয়তো তাড়াহুড়োর জন্য রাশিয়াকে যে নিন্দামন্দ শুনতে হচ্ছে, ভারতের কপালেও তাই জুটত।
প্রধানমন্ত্রীর মুখে ঘোষণা নিয়ে সেক্ষেত্রে বিড়ম্বনার শেষ থাকতো না।
তাই বলে ভারতকে হেলাফেলা করাও যে যাবে না, শনিবার লালকেল্লার ভাষণে তা স্পষ্ট করে দিলেন নরেন্দ্র মোদী।
রাশিয়া একটি ভ্যাকসিন আবিষ্কারের দাবি করছে তো কী হয়েছে, মোদী বুঝিয়ে দিলেন, ভারতের ঝুলিতে এখন তিন খানা ভ্যাকসিন।
খুব শিগগির করোনার জগৎসভায় মুশকিল আসান হয়ে উঠবে আত্মনির্ভর ভারতের ভ্যাকসিন।
সেদিন সুদূর নয় আর,
দেখো লাল সূর্যের আলোয় লাল পূর্বদিগন্তের পার….।

Share.
Leave A Reply

Exit mobile version