কলকাতা ব্যুরো- আপাতত রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা দেখা যায়। যদিও বেলা বাড়তে আকাশ পরিস্কার থাকে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রী। গতকাল জলীয় বাষ্পের পরিমান ছিল ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনরকম বৃষ্টি হয়নি কলকাতায়। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করল হাওয়া অফিস। এরপর কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। কোচবিহারে দৃশ্যমানতা নেমে আসবে ২০০ থেকে ৫০ মিটারের মধ্যে। কলকাতাসহ দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় আজ সকাল থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যায়। দক্ষিনবঙ্গে আগামী ২৪ ঘণ্টা শীতল হাওয়া বজায় থাকবে।বৃহস্পতিবার দিনভর থাকবে শীতের আমেজ।

শুক্রবার মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। হালকা দু-এক পশলা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে। আগামি ২৪ ঘণ্টায় কিন্তু উত্তরে হাওয়া বজায় থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরে শীতের আমেজ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তড়ের জেলাগুলিতে। আগামী ৩০ শে জানুয়ারি শনিবার থেকে ফের উত্তরে শীতল হাওয়া থাকার জেরে তাপমাত্রা কমবে কিছুটা। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ পর্যন্ত উত্তরে এই আবহাওয়া বজায় থাকবে। দক্ষিনবঙ্গে ও এই একই আবহাওয়া থাকবে। সকালে সামান্যও কুয়াশা পড়লে ও বেলা হলে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে বিকেলের পর থেকে ফের কলকাতায় শীতের আমেজ থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version