কলকাতা ব্যুরো- গতকাল অসুস্থ শরীরে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। রাতে ভাল ঘুমও হয়েছে তাঁর। আজ সকালেই মুখ্যমন্ত্রী অ্যাপেলো হাসপাতালে ফোন করে খোঁজ নিয়েছিলেন মহারাজের। বিকেলে নিজেই সৌরভের সাথে দেখা করতে পৌছে যান হাসপাতালে। আজ সকালে মেডিকেল বুলেটিনে জানান হয়, উদ্বেগের কোন কারণ নেই। তাঁর শরীরের সমস্ত প্যারামিটার ঠিকই রয়েছে। তাঁকে দেখতে শহরে এসেছন প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি। আর কোন ঝুঁকি নিতে চাননি চিকিৎসকেরা। কার্ডিওলজিস্ট অশ্বিন বালাচাঁদ মেহতা ও ডঃ দেবী শেঠির তত্ত্ববধানে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয় সৌরভের বুকে। আপাতত ১২ঘন্টার জন্য আইসিইউতে রাখা হয়েছে বিসিসিআই প্রেসিডেন্টকে।

গত ২জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন মহারাজ। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, সৌরভের হৃদযন্ত্রে ৩টি ব্লকেজ রয়েছে। একটি ধমনীতে স্টেন্ট বসানো হলেও বাকি ২টি ধমনীতে পরে স্টেন্ট বসানো হবে বলে জানান হয়। এদিন দুপুরে সৌরভের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘অপারেশন সফল হয়েছে। সৌরভ সুস্থ রয়েছেন। আমার সঙ্গে কথা বলেছে সৌরভ। ও যে ভাল আছে এটাতেই আমি সবচেয়ে খুশি। ওর ভবিষ্যতের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে।’ গত মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছিল অস্বস্তি। সেদিন রাতে ঘুম ভাল হয়নি সৌরভের। বুধবার বেলা বাড়ার সাথে সাথে অস্বস্তি আরো বাড়ায় ব্যাক্তিগত চিকিৎসকের সাথে আলোচনা করেন তিনি। তাঁর পরামর্শ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। বৃহস্পতি সকালে অশোক ভট্টাচার্য সৌরভকে দেখতে হাসপাতালে আসেন। দ্রুত আরোগ্য কামনা করছেন বিশ্বজোড়া তাঁর ফ্যান ফলোয়ারসরা।

Share.
Leave A Reply

Exit mobile version