কলকাতা ব্যুরো: ‘কথা কম, কাজ বেশি করতে ভালোবাসি।’ বুধবার মুম্বইয়ে বিশিষ্টজনেদের সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বক্তব্য শুরু করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় লগ্নি টানতে এই মুহূর্তে বাণিজ্য নগরীতে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে তিনি তুলে ধরেন পশ্চিমবঙ্গের সাফল্য। জাভেদ আখতার, পবন বর্মার মতো বিশিষ্টজনেদের উপস্থিতিতে মমতা এদিন বলেন, ‘মুম্বই-কলকাতার সম্পর্ক দীর্ঘদিনের।’ পাশাপাশি জবাব দিলেন পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ কে হতে পারেন, তা নিয়েও।
বুধবার বাণিজ্য নগরীর সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী? এই প্রশ্নের জবাবে অকপট বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, লড়াইটা কেবল প্রধানমন্ত্রী হওয়ার নয়। এটা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। সময় আসলে এমনিতেই স্পষ্ট হয়ে যাবে, কে বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে।
মমতা আরও বলেন, বাংলায় ধর্মের বিভাজন হয় না। বাংলায় সব ধর্ম সমান সমান। নাগরিক সমাজকেই আগামীদিনের কথা ভাবতে হবে। পেশীশক্তি দিয়ে দেশ চালানো যায় না। অগণতান্ত্রিক ভাবে দেশ চালানো যায় না। আমরা বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়ছি, লড়ব। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। বিজেপি আমাদের কখনও দমিয়ে রাখতে পারবে না।
পাশাপাশি এদিন মুম্বইয়ের বিশিষ্টজনেদের সভায় বাংলাকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় রেশন থেকে শিক্ষা, সবটাই দেওয়া হয় বিনামূল্যে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবই রয়েছে বাংলার প্রকল্পগুলির মধ্যে।
তবে বুধবার বৈঠকে উপস্থিত সকলের সামনেই প্রথম শাহরুখ খানকে নিয়ে মুখ খুললেন মমতা। মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক উদ্ধারের মামলায় প্রায় এক মাস শাহরুখের বড় ছেলে আরিয়ান খান জেলে ছিলেন। সেই প্রসঙ্গে ইঙ্গিত করেই মমতা এদিন পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখের। মমতার দাবি, বিজেপি অগণতান্ত্রিক ও পেশি শক্তি নির্ভর দল, একজোট হয়ে এই দেশকে বিজেপিমুক্ত করতে হবে।
বলিউডের তারকা অভিনেতা শাহরুখের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক মমতার। এদিনের বৈঠকে শাহরুখ প্রসঙ্গে মমতা বলেছেন, বিজেপির অগণতান্ত্রিক চরিত্র, কীভাবে অত্যাচার চালাচ্ছে বিজেপি। আপনি ও শাহরুখ দু’জনেই বিজেপির শিকার। সবাইকে একসঙ্গে হতে হবে। বিজেপিকে বোল্ড আউট করতে হবে। রাজনৈতিক দল নিজেদের কাজ করবে, কিন্তু আপনারা সমাজের ভিত্তি। গণতন্ত্রকে বাঁচাতে পারলেই সমাজ এগোবে। কংগ্রেস লড়াই করছে না বিজেপি এর সঙ্গে। তাই আমাদের লড়াই করতে হবে।
একাধিক কর্মসূচি নিয়ে মঙ্গলবার বিকেলেই তিন দিনের মুম্বই সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নির্ধারিত সূচি মেনেই বিশিষ্টজনদের সঙ্গে দেখা করলেন মমতা। বৈঠকে জাভেদ আখতার, সুধীর কুলকর্নি, স্বরা ভাস্করের মতো একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে। বিশিষ্ট সুরকার জাভের আখতারের পৌরহিত্যেই এই বৈঠকে মমতা মুখোমুখি হন বিশিষ্টজনেরা। জানা গিয়েছে এদিনের বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত জানতে চান বিরোধীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যস্ততার মাঝে সময়ে বের করে তাঁদের সঙ্গে দেখা করার জন্য মমতাকে ধন্যবাদ দিয়েছেন জাভেদ।