Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

অস্থির বাজারে (Share Market) আবারো বিক্রির প্রবণতার ফলে নিচেই বন্ধ হয় বাজার সূচক গুলো। ৫১.১০ পয়েন্ট নিচে বন্ধ হয় নিফটি , সেনসেক্সও বন্ধ হয় ১৫০ নিচেই। তবে আজ কিছু সময়ের জন্যে ১৭০০ র নিচে এলেও আপাতত নিজেকে ১৫৭৯৯ তেই বেঁধে রাখে সূচক নিফটি। সেনসেক্স বর্তমানে ৫৩০২৬ র ঘরে।

আজ পার্শবর্তী থেকেই ১৫৭০০ ও ১৫৯০০ র মধ্যেই হকে নিফটি। প্রতিদিনের চার্টে বুলিশ ক্যান্ডেল তৈরী হলেও এখনো কোন দিকে বাজার তা বুঝা খানিকটা মুশকিল। তবে ১৫৯২৭ র উপরে বন্ধ না হলে ২১ দিনের মুভিং এভারেজ র দিকে যাওয়া প্রায় অসম্ভব হবে। যদি নিফটি পরবর্তী সেশনে ১৫ ,৬৮৭ -এর উপরে টিকিয়ে রাখতে ব্যর্থ হয়, তাহলে এটি প্রায় ১৫ ,৪০০ -এ একটি চূড়ান্ত লক্ষ্যের সাথে ইন্ট্রাডে বিক্রি আকর্ষণ করবে।

নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচক ০ .৪ শতাংশ এবং ০ .৬ শতাংশ কমেছে। অন্যদিকে অস্থিরতা অব্যাহত. ইন্ডিয়া ভিআইএক্স, যা প্রত্যাশিত অস্থিরতা নির্দেশ করে, ২ .০৯ শতাংশ বেড়ে ২১ .৯ স্তরে পৌঁছেছে।

তবে আগামীকাল অস্থিরতার মধ্যেই অপসন ফ্রন্টে, সর্বাধিক কল খোলা হয় ১৬ ,০০০ স্ট্রাইক এবং ১৬ ,৫০০ স্ট্রাইক, যেখানে সর্বাধিক পুট ওপেন ইন্টারেস্ট ছিল ১৫ ,৫০০ স্ট্রাইক এবং ১৫,৭০০ স্ট্রাইক। অর্থাৎ এই তথ্য ইঙ্গিত দেয় যে নিফটি আসন্ন সেশনে ১৫,৫৫০ -১৬,১০০ এর মধ্যে ট্রেড করতে পারে।

ব্যাঙ্ক নিফটি ৩৫০ পয়েন্ট কমে ৩৩ ,২৭৪ এ খুলেছে এবং প্রায় ২০০ পয়েন্টের কম হয়ে বন্ধ হয় ৩৩২৬৯।

স্টক ফ্রন্টে, একটি ইতিবাচক সেটআপ ছিল Bosch India, Trent, ONGC, Reliance Industries, Coal India, Petronet LNG, Cummins India, TVS Motor, Indian Hotels, ACC, Ashok Leyland, Adani Enterprises, Bharti Airtel, Eicher Motor, ITC-এ , হিন্দালকো এবং সিটি ইউনিয়ন ব্যাঙ্ক। বিক্রির প্রবণতা থাকে RBL ব্যাঙ্ক, এসকর্টস, AU Small Finance Bank, HDFC Life, Indian Energy Exchange, Bandhan Bank, Axis Bank, Muthoot Finance, Marico and টাইটান।

অল্প সময়ের বিনিয়োগে ভালো হতে পারে হিন্দালকো jsw স্টিল barger পেইন্ট।

Share.
Leave A Reply

Exit mobile version