Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

ওঠা ও নামার লড়াইতে শুরুটা নেগেটিভ হলেও শেষের দিকে নাটকীয় ভাবে মোর ঘুরিয়ে আবার বুলিশ ফর্মে দুই বাজার (Share Market) সূচকই। বি এস ই (BSE) সেনসেক্স আজ বাড়ে ১৬.১৭ অর্থাৎ ৫৩১১৭.৪৫, অন্যদিকে নিফটি বাড়ে ১৮.১৫ বা ১৫৮৮৫০।

দুই সূচকই কম সম আকারে বাড়লেও নিফটি নামতে দেয়নি নিজের ১৫৮০০ র এলাকাকে। আর এই ইতিবাচক বুল রান কে শেষ মেশ টিকিয়ে রাখতে সাহায্য করে অটো ধাতু এবং আইটি স্টক এমনকি প্রাইভেট ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবাগুলি গুলি। তবে ২.১ শতাংশ বা ২১.৪৫ পোইন্টে এখনো রয়েছে ইন্ডিয়া ভিক্স যা আগামী দিনের অস্হিরতা যে কতখানি থাকবে তারই পূর্বাভাস।

নিফটির বিস্তৃত স্থানের প্রবণতা মিশ্র ছিল, কারণ নিফটি মিডক্যাপ ১০০ সূচক এক শতাংশের এক তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে এবং স্মলক্যাপ ১০০ সূচক শতাংশের এক তৃতীয়াংশ ক্ষতি হয়েছে।

তবে এই সপ্তাহেই যেতে পারে ১৫৯২৭ র দিকে। আবার ১৬০০০ র দিকে যেতে হলে আগে অবশ্যই যেতে হবে ১৫৯০০ র লক্ষে , কারণ নিফটি প্রতিদিনের চার্টে তৈরী হয়েছে বুলিশ ক্যান্ডেল। তবে এই বুল রান কে টিকিয়ে রাখতে যতক্ষণ না এটি তার ২০ -দিনের সরল চলমান গড় (১৫ ,৯৪৬ ) এর উপরে ১৫ ,৯২৭ স্তর অতিক্রম করতে না পারে ততক্ষন একটি টেকসই অবস্থানে দেখা যাবে না নিফটি কে। আবার ১৫,৭০০ -এর উপরে ধরে রাখতে ব্যর্থ হলে তবে সূচকটি ১৫,৪০০ -এ চলে যেতে পারে।

কালকের সেট আপ হবে লং-সাইড টেডিং, তবে লক্ষ করতে হবে প্রথম ১৫ মিনিটের ব্যবধানে ১৫৯০০ র প্রতিরোধকে অতিক্রম করতে পারছে কি না। ইন্ট্রা ডে শর্ট সেল র ক্ষত্রে ১৫ ,৭০০ ১৫ ,৬০০ এর নিচে বিবেচনা করা যেতে পারে। তবে অপসন ডেটা অনুসারে নিফটি আনুমানিক থাকতে পারে ১৫,৫০০ -১৬,২০০ রেঞ্জে ট্রেড করবে বলে আশা করা হচ্ছে।

ব্যাঙ্ক নিফটি প্রায় ২০০ পয়েন্ট কমে ৩৩ ,৫৭৮ -এ খুলেছে কিন্তু ৩৩ ,৫০০ -এর মূল সমর্থন ধরে রাখতে পেরেছে। এটি আগের তিনটি সেশনের সর্বোচ্চ উচ্চতাকে ছুঁয়ে দিনের শেষে ১৬৯ পয়েন্ট কমে ৩৩ ,৬৪২ -এ বন্ধ হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version