Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

কোনো নিয়ম করা লক্ষ্যে আপাতত নেই বাজার (Share Market) সূচক নিফটি ও সেনসেক্স। তার কারণ শুরু দিকে উর্দ্ধ গতিতে ১৫৭৭৪ দিয়ে শুরু একেবারে ১৫৮০০ দিকে এগোতে না এগোতেই আবার নিচে বা বলা চলে একেবারে অস্থির হয়ে আজ ১৮.৮৫ পয়েন্ট কমে নিফটি দাঁড়ায় ১৫৭৮০ র ঘরে। মানে প্রায় ১৫৭০০ থেকে ১৫৯০০ র মধ্যেই পার্শবর্তী বাজার সূচক। একই ভাবে শুরু করে বি এস ই সেনসেক্স। দিনের শুরুতেই একলাফে ৫৩৪১৮ র দিকে এলেও তা ধরে রাখতে না পেরে বন্ধ হয় ৫৩০১৮.৯৪ র ঘরে।

আজ শুরু ভালো হলেও ২০ দিনের সাধারণ গতির মান অর্থাৎ ১৫৮৭০ স্তরের এস এম এ কে ধরে রাখতে পারেনি। অস্থিরতা কিছুটা ঠাণ্ডা হয়ে ২১ .৮৪ স্তরে নেমে এলেও , ০ .২৭ শতাংশ কম, কিন্তু এখনও গুরুত্বপূর্ণ ২০ চিহ্নের উপরে যা বেয়ারিশের পক্ষে এবং এগিয়ে যাওয়া বুল রানের জন্য অস্বস্তি তৈরি করতে পারে। বিক্রির চাপ বৃহত্তর স্থানেও প্রসারিত হয়েছে। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০ .৮ শতাংশ এবং স্মলক্যাপ ১০০ সূচক অর্ধ শতাংশ কমেছে।

পার্শবর্তী এলাকায় যাওয়া তে কোনো দিক নির্ণয়ে আশা করা যাচ্ছে না বাজার সূচক গুলির। তবে নিফটিরে ক্ষত্রে ১৫৮০০ র উপরে এলেও পরে ১৫৯০০ ও ১৫৭০০ র পার্শবর্তী না ভাঙ্গলে এমনিই চলবে অস্থিরতা। যদি নিফটি ১৫ ,৯২৭ স্তরের উপরে বন্ধ হয় , তবে ১৬ ,২০০ স্তর পর্যন্ত অব্যাহত থাকার আশা করা যেতে পারে, আবার এটি ১৫ ,৬৮৭ -এর নীচে বন্ধ হলে এটি ১৫,৪০০ স্তরের প্রাথমিক লক্ষ্য নিয়ে সূচকটিকে দুর্বল করতে পারে।

যেহেতু এটি নতুন অপসন সিরিজের শুরু, তাই অপসন তথ্য অনুযায়ী প্রান্তিক কল রাইটিং ১৬,০০০ স্ট্রাইক তারপর ১৬ ,৫০০ স্ট্রাইক যেখানে পুট দেখা গেছে ১৫ ,৫০০ স্ট্রাইক তারপর ১৫৭০০ স্ট্রাইক। এই অপশন ডেটা নির্দেশ করে যে নিফটি আসন্ন সেশনে ১৫৩০০ থেকে ১৬৩০০ লেভেলের পরিসরে ট্রেড করতে পারে অতএব, স্বল্প বিনিয়োগকরি ট্রেডারদের জন্য পরামর্শ হিসাবে বলা ভালো মূল একত্রীকরণ স্তরের ব্র্যাক আপের জন্য অপেক্ষা করতে এবং একটি ব্রেকআউটের দিকে বাণিজ্য শুরু করতে।

আজ দুই সূচকের থেকে সামান্য আলাদা চলে ব্যাঙ্ক নিফটি , নেগেটিভ দিয়ে শুরু করে নিফটি ব্যাঙ্ক। ৩৩১৮১ দিয়ে শুরু করে দিনের বেশিরভাগ সময়েতেই রেঞ্জবাউন্ডে ইতিবাচক ছিল। সূচকটি ১৫৫ পয়েন্ট বৃদ্ধির সাথে ৩৩ ,৪২৫ এ বন্ধ হয়েছে এবং বিস্তৃত স্থানকে ছাড়িয়ে যায়।

অপশনের মেয়াদ শেষ হওয়ার দিনে এফএন্ডও স্টকগুলির মধ্যে টিভিএস মোটর, এইচডিএফসি এএমসি, এনটিপিসি, আরইসি, কামিন্স ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অশোক লেল্যান্ড, শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স, পিভিআর, এলএন্ডটি এবং আইটিসি-তে ইতিবাচক সেটআপ দেখা গেছে।

এখনো কেনার মতো জায়গাতে আসেনি JSW স্টিল ও Barger paints। তবে পসিটিভ সেট আপ রয়েছে আদানি ট্রান্স ও ইন্দাস টাওয়ার স্টকে। আদানিট্রান্স বর্তমান মূল্য ২৪৭৩ করা যেতে পারে অল্প সময়ের জন্য বিনিয়োগ। স্টপ লস হবে ২৪২৩ লক্ষ হবে ২৫৭৭ । ইন্দাস টাওয়ার বাজার মূল্য ২০৯.১০ লক্ষ হবে ২১৪ লম্বা শুয়ে যেতে পারে ২৪৪ অবধি।

Share.

1 Comment

  1. Pingback: নির্দিষ্ট লক্ষ্যে নেই share market

Leave A Reply

Exit mobile version