কলকাতা ব্যুরো: লাদাখকে কেন্দ্র করে চিন ও ভারতের মধ্যে উত্তেজনা প্রশমিত করতে ফের মধস্ততার প্রস্তাব দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও এই প্রস্তাব দিয়েছেন। আমেরিকার আশঙ্কা, এই পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে চিন। ট্রাম্প বলেন, ভারত ও চিন, দুই দেশ রাজি থাকলে ওই সমস্যা সমাধানে
মধস্ততা করতে সম্মত হোয়াইট হাউস।
 
		 
									 
					