কলকাতা ব্যুরো: ভারতের স্বাধীনতার ৭৫ তম বছরে পদার্পণ উপলক্ষে সোমবার ভোরবেলায় লাদাখের প্যাংগং লেকের পাশে ভারতীয় সেনার তৎপরতায় সগর্বে উড়ল তেরঙ্গা। চীনের সঙ্গে সংঘাতের আবহেই প্রতিবেশী দেশগুলিকে এই কর্মসূচির মাধ্যমে বিশেষ বার্তা দিল ভারতীয় সেনা। এই পতাকা উত্তোলনের মাধ্যমেই আরো একবার লাল বাহিনীকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় বাহিনীর প্রতিশ্রুতি, সংঘাতের আবহে আমাদের এই দেশ কোনও মতেই এক কদমও পিছু উঠবে না।

মূলত এই বার্তা দিতেই আজ সোমবার প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় ইন্দো-চীন সীমান্তরেখায় উত্তোলিত হল জাতীয় পতাকা। সোমবার সকাল সকাল নিয়ন্ত্রণ রেখায় স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে মাতলেন ইন্দো- তিবেতিয়ান বর্ডার পুলিশের জওয়ানরা। লেকের কাছে পতাকা উত্তোলনের এই ভিডিও ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় মাতৃভূমি রক্ষায় যারা সদা তৎপর তারাই এদিন প্যাংগন লেকে পতাকা উত্তোলন করলেন।

উল্লেখ্য ২০২০ সালে লাদাখের গালিয়ান উপত্যকায় ভারতের নিরাপত্তা রক্ষী এবং চীনা ফৌজের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তারপর থেকেই সর্বদা উত্তপ্ত থাকে এই নিয়ন্ত্রণ রেখা। সেই সময় ভারত এবং চীনের সীমান্তরেখায় রীতিমত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ফলে তারপর থেকেই প্যাংগং লেক বরাবর ফিঙ্গার ওয়ান থেকে ফিঙ্গার এইট পর্যন্ত বিশেষ টহলদারী চালায় ভারতীয় ফৌজ। যদিও চীনের পাল্টা দাবি, ফিঙ্গার এইট থেকে ফোর পর্যন্ত চীনের এলাকা।

Share.
Leave A Reply

Exit mobile version