কলকাতা ব্যুরো: আনলক-৪ এ ছাড়ের সুযোগ সুবিধা স্থির করতে বৃহস্পতিবার সকালেই রাজ্যের সঙ্গে ভিডিও বৈঠক করে ফেললো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা আজ রাজ্য সরকারের শীর্ষ আমলাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন।

১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আনলক-৪ পর্বে গনপরিবহন ব্যবস্থাকে আরো মসৃণ করতে কী কী চালু করা যেতে পারে তা নিয়ে কথা হয় দু’পক্ষের। সব সুরক্ষা বিধি মেনে মেট্রো এবং লোকাল ট্রেন চালানো যায় কি না সে ব্যাপারে মত নেওয়া হয় নবান্ন কর্তাদের।

ইতিমধ্যে বিধি মেনে এবং একদিন পর একদিন মেট্রো বা ট্রেন চালালে যে রাজ্যের আপত্তি নেই, সেই ইঙ্গিত দেওয়া হয়েছে কেন্দ্রকে। রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি কোথায় কেমন আছে তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। আনলক চার পর্বে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সঙ্গেই এখনো কোনো ক্ষেত্রে যে বিধি নিষেধ জারি থাকবে তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে এ দিনের বৈঠকে। বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ শীর্ষ আমলারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version