কলকাতা ব্যুরো: সেপ্টেম্বরের ৭, ১১ এবং ১২ তারিখ রাজ্যে পূর্ণ লক ডাউন ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যাযের সরকার। ওই তিনদিন রাজ্য থেকে উড়বে না কোনো বিমান। কোনো বিমান অবতরণ করতেও পারবে না। রাজ্যের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের সচিব পিএস খারোলা কে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায়।

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিল্লি, চেন্নাই, মুম্বাই, নাগপুর, পুনে এবং আহমেদাবাদ শহর থেকে করোনার কারণে কলকাতায় কোনো বিমাম চলাচলের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য, তা তুলে নেওয়া হচ্ছে। এখন থেকে সপ্তাহে তিনদিন ওই শহরগুলো থেকে কলকাতায় বিমান চলাচলে ছাড়পত্র দিচ্ছে রাজ্য। রাজ্যের স্বরাষ্ট্র সচিবের লেখা চিঠিতে সে কথাও জানানো হয়েছে কেন্দ্রকে।

Share.
Leave A Reply

Exit mobile version