কলকাতা ব্যুরো: রেডিয়োর অনুষ্ঠান ‘মন কি বাত’-এ ‘হর ঘর তেরঙা’ প্রচারের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, আজাদি কি অমৃত মহোৎসব অনুষ্ঠানের আওতায় একটি বিশেষ আন্দোলন হচ্ছে— হর ঘর তেরঙা। এই বিষয়ে আমার একটি পরামর্শ রয়েছে। প্রত্যেকের নেটমাধ্যমের প্রোফাইলে তেরঙা লাগানো হোক। এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের বাড়িতে জাতীয় পতাকা তোলা হোক। প্রধানমনন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের নানা প্রান্তে তেরঙা টাঙানোর ছবিটা চোখে পড়েছে আজ সকাল থেকেই। প্রসঙ্গত, আজ থেকে আগামী তিন দিন, মানে ১৫ অগাস্ট পর্যন্ত ‘হর ঘর তেরঙা’-প্রচারের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ‘হর ঘর তেরঙা’ প্রচারের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের ডাক বিভাগের খবর, ১০ দিনের মধ্যে এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি হয়েছে। অনলাইন ও ১.৫ লক্ষ ডাকঘরের মাধ্যমে এই জাতীয় পতাকা বিক্রি করা হয়েছে।
যোগাযোগ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মাত্র ১০ দিনের মধ্যেই এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে ভারতীয় ডাক বিভাগ। ডাক ঘর ও অনলাইন মারফত এই পরিমাণ জাতীয় পতাকা বিক্রি করা হয়েছে।’ ডাক বিভাগ থেকে ২৫ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে জাতীয় পতাকা। আগামী ১৫ অগস্ট পর্যন্ত ডাকঘরের মাধ্যমে জাতীয় পতাকা বিক্রি চলবে। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ‘অনলাইনে জাতীয় পতাকা কিনলে ডেলিভারি খরচ লাগবে না।
এ দিন সকাল থেকেই দেশের নানা প্রান্তে পতাকা উত্তোলনের ছবি ধরা পড়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তেরঙা হাতে নিয়ে দেখা গিয়েছে। তেমনই দেখা গিয়েছে গান্ধিনগরে প্রধানমন্ত্রীর মা হীরাবেনকে খুদেদের সঙ্গে পাতাকা হাতে নিতে। দেশের মতো রাজ্যের বিভিন্ন এলাকাতেই তেরঙা তোলার ছবি ধরা পড়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version