কলকাতা ব্যুরো: চিট ফান্ড আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত তালুকদার কমিটির মেয়াদ আরো একবছর বাড়িয়ে দিল হাইকোর্ট। তবে রাজ্যের হাতে থাকা সব চিট ফান্ড সংক্রান্ত তদন্ত সিবিআই এর হাতে দেওয়া হোক, এই আর্জিতে আজ সায় দেয়নি কোর্ট।
চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া সহ সম্পত্তি নিলাম, আমানতকারীদের বিভিন্ন অভিযোগ ইত্যাদি দেখতে ২০১৫ সালে ডিসেম্বর মাসে অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গড়ে দেয় হাইকোর্ট। সেই কমিটি ভিবজিয়র, আলকেমিস্ট সহ কিছু চিট ফান্ডের টাকা ফেরত দিচ্ছে। কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবছরের ৩১ ডিসেম্বর। সেই মেয়াদ যাতে বাড়ানো হয় তার আর্জি নিয়ে মামলাকারীরা দারস্থ হয়েছিলেন হাইকোর্টে। সেই মামলাতেই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ কমিটির মেয়াদ আরো এক বছর বাড়িয়ে দেন।
হাইকোর্টের নির্দেশে তালুকদার কমিটি একটি রিপোর্ট জমা দেয় ডিভিশন বেঞ্চে। রিপোর্টে জানানো হয়েছে, এই মুহূর্তে ভিভজিওর সংস্থার ৪১২ জন আমানতকারী চার লক্ষ বারো হাজার টাকা পেয়েছেন। একই সংগে হাইকোর্টের নির্দেশ মতাবেক আলকেমিস্ট গ্রুপের ৩৬৪০ জন আমানতকারী তেরো কোটি ছিয়াত্তর লক্ষের বেশি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। এই মুহূর্তে এমপিএস, পৈলান, পিনকন সহ মোট নটি চিট ফান্ডের ৩৭ কোটি ৬১ লক্ষ টাকা কমিটির হেফাজতে বিভিন্ন ব্যনকে জমা রয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।
এদিন মামলায় অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর আদালতে আর্জি জানান, রাজ্যের হাতে থাকা সব চিট ফান্ড মামলার তদন্ত সিবিআইকে দেওয়া হয়। বিচারপতি জয়মাল্য বাগচি অবশ্য রাজ্যসরকারের বক্তব্য না শুনে নির্দেশ দিতে রাজি হননি।

Share.
Leave A Reply

Exit mobile version