কলকাতা ব্যুরো: শুক্রবার বসন্ত উৎসবে মাতলো আসানসোল শহরের শিল্প হাট। এদিন আসানসোল শিল্প হাটে কেনাকাটার পাশাপাশি আবির ও পলাশে বসন্ত উৎসবে মেতে ওঠে ক্রেতা ও বিক্রেতা উভয়ই l ” ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান” গানের টানে ভিড় জমান পথ চলতি বিভিন্ন ভাষাভাসির মানুষ। আসানসোল শিল্প হাটের বসন্ত উৎসবে আসা আসানসোল মহিলা উদ্যোগের সভানেত্রী সুদেষ্ণা ঘটক জানান, আসানসোলের বুকে শান্তিনিকেতন ঘরানায় এই হাট আসানসোলবাসীর একটি গর্বের সংস্কৃতি। হাটের মুখ্য উদ্যোক্তা শিল্পী পার্থ নাগ বলেন, আজকের হাটের বসন্ত উৎসব প্রকৃত মিলন মেলায় এক রূপ l

Share.
Leave A Reply

Exit mobile version