কলকাতা ব্যুরো: পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হতে চলেছেন রাকেশ আস্থানা? এখনও পর্যন্ত গতি প্রকৃতি যেদিকে, তাতে জগদীপ ধনখড়-এর ছেড়ে যাওয়া জায়গায় বসতে পারেন নরেন্দ্র মোদি-অমিত শাহ ঘনিষ্ঠ দিল্লির এই প্রাক্তন পুলিশ কমিশনার। প্রসঙ্গত, আজ দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।

কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। গত বছরের ২৭ জুলাই আস্থানাকে দিল্লির কমিশনারের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক। ১৯৮৪ -র ব্যাচের গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার আস্থানার ২০২১-এরই ৩১ জুলাই অবসর নেওয়ার কথা ছিল। তার মাত্র চার দিন আগে চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে তাঁকে দিল্লি পুলিশের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। শেষে এই বছর ৩১ জুলাই অবসর নেন আস্থানা।

দিল্লির কমিশনার পদ থেকে অবসরের পর মনে করা হয়েছিল এই আইপিএস অফিসার হয়তো অন্তরালে চলে যাবেন। কিন্তু না। খুব সম্ভবত নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

রাকেশ আস্থানা এবং বিতর্ক যেন একে অপরের পরিপূরক। দিল্লির পুলিশ কমিশনার পদে রাকেশ আস্থানার নিয়োগ ঘিরে কেন্দ্রের সঙ্গে সঙ্ঘাতের পথে হাঁটে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। দিল্লি বিধানসভায় আস্থানাকে পুলিশ কমিশনার নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাব পাশ হয়েছিল। আম আদমি পার্টি পরিচালিত দিল্লি সরকারের আনা ওই প্রস্তাবে বলা হয়েছিল, দিল্লির পুলিশ কমিশনার পদে রাকেশ আস্থানার নিযুক্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। আমরা আশা করব সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এ ক্ষেত্রে পদক্ষেপ করবে কেন্দ্র।

Share.
Leave A Reply

Exit mobile version